সুদানে মুখোমুখি বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ২৯

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সুদানের সেন্ট্রাল প্রদেশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট

পত্রিকাটি জানায়, গতকাল বুধবার করদোফান প্রদেশের রাজধানী ওবেইদ শহরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বাসের ২১ জন আরোহী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।

একটি বাস দক্ষিণ করদোফান প্রদেশের রাজধানী কাদুকলি এলাকার দিকে যাচ্ছিল। পরে ওবেইদ শহরে অপর একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। এ

সুদানে সড়ক দুর্ঘটনা কোন নতুন ঘটনা নয়। ট্রাফিক আইন মেনে না চলা এবং সড়কের বেহাল দশা ও দুর্বল ট্রাফিক আইনের কারণে প্রায়ই দেশটিতে এ ধরনের দুর্ঘটনা হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় সুদানে ১০ হাজারের বেশী মানুষ নিহত হয়েছিলো। গত মাসে দুই বাসের মধ্যে একই ধরনের আরেক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়ে ছিল বলে জানা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.