সুদানে ইসরায়েলি প্রতিনিধিদলের গোপন সফর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সামরিক অভ্যুত্থানের পর ইহুদিবাদী ইসরায়েলের একটি প্রতিনিধিদল গোপনে খার্তুম সফর করেছে। গত সপ্তাহে এ প্রতিনিধিদল সফর করে।
কিছুদিন আগেই দেশটির সামরিক বাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুকসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করে।
প্রকাশিত খবর অনুযায়ী, ইসরায়েলি প্রতিনিধিদলে কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তারা ছিলেন এবং তারা সুদানের র‍্যাপিড সাপোর্ট ফোর্সের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জেনারেল আব্দুর রহিম হামদান দাগালোর সঙ্গে বৈঠক করেন।
র‍্যাপিড সাপোর্ট ফোর্সের নেতৃত্বে গত ২৫ অক্টোবর সুদানে সামরিক অভ্যুত্থান হয় এবং প্রধানমন্ত্রী আব্দুল্লাহকে হামদুককে উৎখাত করে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর সুদানের সরেজমিন পরিস্থিতি দেখা এবং দু পক্ষের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তা বাস্তবেও অনুধাবনের চেষ্টার অংশ হিসেবে ইসরাইলি প্রতিনিধিদল সুদান সফর করেছে।
পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, সুদানে আরো বেশি বন্ধুভাবাপন্ন সরকার বসানোর লক্ষ্য নিয়ে ইহুদিবাদী ইসরাইল এই সামরিক অভ্যুত্থানের পেছনে কারিগর হিসেবে কাজ করে থাকতে পারে।
জেনারেল আবদেল ফাত্তাহ বোরহানের নেতৃত্বে এই সামরিক অভ্যুত্থান সংঘটনের পর সুদানে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং আন্তর্জাতিক সমাজও এর বিরোধিতা করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.