সুইডেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল জার্মান

 

বিটিসি নিউজ ডেস্ক: কালো মেঘ সরিয়ে জার্মানির আকাশে সুর্যোদয়। রাশিয়ার রণভূমিতে কামব্যাক গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সুইডেনের বিরুদ্ধে শেষ মুহুর্তের গোলে নাটকীয় জয় পেল দশ জনের জার্মান ব্রিগেড। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারায় শনিবার রাতের ম্যাচ ছিল জোয়াকিম লো-র দলের কাছে মরণ-বাঁচন লড়াই।

দলে চার-চারটে পরিবর্তন করেছিলেন বিশ্বকাপজয়ী কোচ। তবে ম্যাচে প্রথমে লিড নেয় সুইডেনই। জার্মান ডিফেন্স ভেঙে সুইডিশদের এগিয়ে দেন তোইভোনেন। পিছিয়ে পড়লেও দমে যায়নি জার্মানরা। দ্বিতীয়ার্ধে রিউসের গোলে সমতা ফেরায় তারা। এরপর আক্রমনে ঝড় তুলেও কিছুতেই বিপক্ষের গোলমুখ খুলতে পারছিল না তারা।

শেষপর্যন্ত জার্মানদের হার না মানা মনোভাবের কাছে হার মানতে হয় সুইডিশদের। খেলার একেবারে শেষ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন রিয়াল তারকা টনি ক্রুস।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.