‘সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ের জন্য খেলা হবে বিপজ্জনক’

বিটিসি স্পোর্টস ডেস্ক: জার্মানির কাছে প্রথম বিধ্বস্ত হওয়া স্কটল‍্যান্ডের সামনে শুরুতেই ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। সেটা দূর করতে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলে তিন পয়েন্ট চান কোচ স্টিভ ক্লার্ক।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে একপেশে লড়াইয়ে ৫-১ গোলে হারে স্কটল্যান্ড। ১০ জনের দল নিয়ে স্বাগতিকদের বিপক্ষে একরকম আত্মসমর্পন করে তারা। বুধবার রাতে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
সুইসদের বিপক্ষে হারলে টানা ১২টি মেজর টুর্নামেন্ট থেকে প্রথম রাউন্ডে বাদ পড়ার শঙ্কায় পড়ে যাবে স্কটল্যান্ড। সেটি নিয়ে ভাবতে চান না ক্লার্ক। ম্যাচের আগের দিন ভালো খেলার তাগিদ দিলেন তিনি।
“বিষয়টা হলো ভালো করা, ম্যাচে গিয়ে ভালো খেলা। আমরা ভেবেছিলাম, জার্মানির জন্য ভালোভাবে প্রস্তুত আমরা। অবশ্যই আমরা সেটি ছিলাম না। তাই এখন খুব বেশি না বলাই ভালো।”
“তবে এই (সুইজারল্যান্ডের বিপক্ষে) ম্যাচে শুধুমাত্র এক পয়েন্ট পাওয়ার চিন্তা করে খেলতে নামা বিপজ্জনক হবে।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.