সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: মিয়ানমার থেকে বান্দরবানের আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের পৌয়ামু পোয়ামমুহূরী সীমান্তের বিভিন্ন পয়েন্টে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আটককৃতদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছর নিচে) ৩১ জন। তাদের উপজেলা প্রশাসন কার্যালয়ে রাখা হয়েছে বলে সোমবার (১১ নভেম্বর) জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব।
এর আগে উপজেলার করুকপাতা ইউনিয়নের পৌয়ামু পোয়ামমুহূরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আটককৃতরা বাংলাদেশে প্রবেশ করে।
স্থানীয়রা জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করে প্রশাসন। এরপর থেকে দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছিল রোহিঙ্গারা। অনুপ্রবেশ করা অনেক রোহিঙ্গাকে আজ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গারা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন রোহিঙ্গাকে আটক করে। তাদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আলীকদমের ইউএনও রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আলীকদম (বান্দরবান) প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.