সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে ধারণা বিজিবির।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ‘মাইজহাটি’ নামক এলাকায় তল্লাশি চালানো হয়। সীমান্ত থেকে মাত্র ৩০ গজ ভেতরে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে সুকৌশলে ঢেকে রাখা অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধারকৃত ডেটনেটরগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো ব্যবহার করে আইইডি তৈরি করা সম্ভব। দেশকে নিরাপদ রাখতে এবং সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #















