সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক উপজাতি নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং মার্মা (২৪) নামে এক উপজাতি নারীর বাম পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিকুছড়ি সীমান্তে লাকি সিং মার্মা বাঁশ কুরুল কাটার জন্য গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত লাকি সিং মার্মা সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, লাকি সিং মার্মা আজ সকালে মিয়ানমারের ভেতরে বাঁশ কুরুল কাটার জন্য গিয়ে বিস্ফোরণের শিকার হয়। সেখানে তার বাম পা উড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বাড়ছে। আর এতে করে সীমান্ত এলাকায় বসবাস করা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.