সীমান্তে ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা বলেছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সীমান্তে পুশইনের সংখ্যা বেড়ে গেছে। পুশইনের জন্য আমরা প্রতিবাদও করেছি।
ভারতের উদ্দেশে তিনি বলেন, “যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।”
“আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করতেছে না। তবে ওনাদেরকে আমরা বলতেছি যে প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।”
এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমাদের লেভেলে হইছে। ফরেন মিনিস্ট্রিতে তারা তারা যোগাযোগ করছে।”
এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কিনা। উত্তরে তিনি বলেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। কোনও অশান্তি বর্ডারে হবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  মো.ওয়ালিউর রহমান তালুকদার (ইমাম) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.