সীমান্তে কাঁটাতারে এবার ঝুলল বাংলাদেশি কিশোরের লাশ

 

ঠাকুরগাঁওয় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহেল রানা বাবু (১৫) নামে এক বাংলাদেশি কিশোরের কাঁটাতারের বেড়ায় ঝুলে ফেলানীর মতো মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনে বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল রানা বাবু ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মারধার গ্রামের একরামুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, পানিপথে কাজের জন্য প্রায়ই ভারতে অবৈধভাবে যাতায়াত করতো ওই কিশোর। গতকাল বিকেলে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৩/২ এস পিলারের কাছ দিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ কিশোরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে কিশোর গুলিবিদ্ধ হয়ে তারকাঁটার বেড়ায় ঝুলে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ বলেন, বিএসএফকে অবগত করে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাজু (২১) ও ২২ জানুয়ারি হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে জেনারেল (১৮) নিহত হয়।#

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.