সীমান্তে আবারও ভারতীয়দের লক্ষ্য করে গুলি নেপাল পুলিশের

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে নেপাল বর্ডার পুলিশের গুলিতে আহত হয়েছে এক ভারতীয়। তিনজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এমনটাই জানিয়েছেন ভারতের বিহার রাজ্যের কৃষ্ণগঞ্জের পুলিশ সুপার।

গতকাল রবিবার (১৯ জুলাই) গুলি চালানোর ঘটনায় আহত হয়েছে জিতেন্দ্র কুমার নামে এক ব্যক্তি।

জানা গেছে, নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি। সঙ্গে ছিল তার দুই বন্ধু অঙ্কিত কুমার সিং ও গুলশান কুমার সিং। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। তারা তিনজন হেঁটে যাচ্ছিল।

সেইসময় ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জিতেন্দ্র আহত হয়।বিগত বেশ কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত নিয়ে কূটনৈতিক বিবাদের মাঝেই মাস খানেক আগে নেপাল আর্মি গুলি চালালে এক ভারতীয়র মৃত্যু হয়। বিহারের সীতামারি জেলায় ঘটেছিল সেই ঘটনা।

গুলিতে আহত আরও এক ভারতীয় যুবককে বন্দি করে নেপালি বাহিনী।সম্প্রতি নেপাল সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম একতরফাভাবে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর প্রচার করছে বলেও অভিযোগ দেশটির। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.