সীমান্তে আটক ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশীকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় বিজিবি-বিএসএফ’র কমান্ডারদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।
হস্তান্তরকারী ব্যক্তিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সুবেল আলী (২৩), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে মোঃ জেনারুল ইসলাম (১৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম গ্রামের মোঃ হুমায়ুন আলীর ছেলে মোঃ সফিকুল ইসলাম (১৬), একই উপজেলার ইটাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৩) ও মোঃ ইসাহাক আলী।
এক প্রেসনোটে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, আটককৃতরা মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদেরকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিরোজপুর ৭৮ বিএসএফ। পরে রাত ১০টায় বিজিবি-বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।
তিনি আরও জানান, আজ বুধবার দুপুরে আটককৃতদের সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.