সীতাকুণ্ডে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই, আতঙ্কে বাড়ির মালিক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যবসায়ীর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি ও আতঙ্গে আছেন বলে থানায় অভিযোগে করেছেন বাড়ির মালিক।
বৃহস্পতিবার গভীর দিবাগত রাত ৩টায় সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার আম্বিয়া বাড়ির হাবিবুল করিমের টিনসেড বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ক্ষক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় হাবিবুল মডেল থানায় অজ্ঞাতনামাদেরকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জানালে তারা থানায় আইনের আশ্রয় নিতে বলে। পরে ভুক্তভোগী বাড়ির মালিক ও ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেন।
সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা এএসআই মাকসুদ বিটিসি নিউজকে জানান, আমি অভিযোগটি পেয়েছি। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.