চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি ইয়ার্ডে ডাকাতদের হামলায় সাগরে পড়ে যাওয়া দুই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। ডাকাতির চেষ্টা প্রতিহত করতে গেলে ডাকাতদের পাল্টা আক্রমণে তারা সাগরে পড়ে যান বলে জানা গেছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত “কে আর” ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের দুজনেরই বাড়ি গাইবান্ধা জেলায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ডাকাতদের হামলার ফলেই তাদের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের দিক থেকে একদল ডাকাত ইয়ার্ডে ঢুকে ডাকাতির প্রস্তুতি নিলে ইয়ার্ডের নৈশপ্রহরীরা তাদের বাধা দেন। এ সময় প্রহরীরা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পাল্টা হামলা চালায়। এতে দুই নৈশপ্রহরী সাগরে পড়ে যান।
পরে অন্যান্য নৈশপ্রহরীর কঠোর প্রতিরোধের মুখে ডাকাত দল পালিয়ে যায়। সাগরে পড়ে যাওয়া দুই নৈশপ্রহরীর লাশ মঙ্গলবার (সকাল ৮টার দিকে) ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের প্রতিরোধ করতে গেলে তাদের আক্রমণে দুইজন নৈশপ্রহরী সাগরে পড়ে যান। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাগর থেকে দুজনের লাশ উদ্ধার করি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #















