সিয়াচেন প্রদেশে ভারতীয় ৮ সেনা নিখোঁজ

 

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই ও টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়,  সিয়াচেন প্রদেশে ভারতের ৮ সেনা সদস্য নিখোঁজ হয়েছে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সেখানকার একটি টহল দলে থাকা সদস্যরা নিখোঁজ হন।

সিয়াচেনে হঠাৎ করেই অতিরিক্ত তুষারপাতে তারা নিখোঁজ হয়েছেন বলে প্রথমিক ভাবে রণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

খবরে বলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় নর্দান গ্লেসিয়ারে এই দুর্ঘটনা ঘটেছে। তুষারের তলায় চাপা পড়েছেন বেশ কয়েকজন জওয়ান।

ভারতীয় সেনাবাহিনীর কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ। এই অঞ্চলকেই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষারধস, পাথরধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা।

সেখানে মাঝে মধ্যে তাপ মাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.