সিলেট ব্যুরো: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, কসমেটিকস, খাদ্যপণ্য, মহিষ ও মদ।
বুধবার (৭ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানিয়েছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবির হাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকায় অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিনশাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপজিক্রিম, নিভিয়াসফট ক্রিম, ভিট হেয়ার রিমুভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রিপিস, ফ্রক, বাচ্চাদের অ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট এবং মদ জব্দ করা হয়। এসব জব্দ পণ্যের আনুমানিক দাম ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫৯৫ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা সুরক্ষা এবং চোরাচালান রোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.