সিলেটে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক-৪
সিলেট ব্যুরো: সিলেটের জাফলং ইউনিয়নের একটি চা বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১০ জুন) রাতে জেলার গোয়াইনঘাট থানাধীন জাফলং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ জাফলং চা বাগানের সামনে জাফলং-গোয়াইনঘাট পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব-৯।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি একটি মোটরসাইকেল ও ৩ টি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. আনোয়ার হোসেন, মো. শামছুল ইসলাম, মো. জাকির হোসেন ও মো. আজাদ মিয়া।
এদিকে র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিটিসি নিউজকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও জব্দকৃত আলামতসহ ঐ ব্যক্তিদের সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.