সিলেটে ২ ট্রাকে ৪১ ড্রাম চোলাই মদ জব্দ করেছেন শিক্ষার্থীরা

সিলেট ব্যুরো: সিলেট নগরীর ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা দুটি ট্রাকে ৪১ ড্রাম চোলাই মদ জব্দ করেছে। জব্দকৃত ড্রামে ৮২ হাজার লিটার মদ পাওয়া যায়।
সোমবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্যাহ তাহের।
শিক্ষার্থীরা জানান, রোববার দুপুরে মেন্দিবাগ এলাকায় স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্বে পালনকালে দুটি মিনি ট্রাককে সিগন্যাল দেন তারা। তাদের সিগন্যালে গাড়ি থামান দুই চালক। জিজ্ঞাসাবাদকালে দুটি ট্রাকে থাকা দুজন পালিয়ে গেলে শিক্ষার্থীদের সন্দেহ বাড়ে। এ সময় গাড়ি তল্লাশি করে একটিতে ২০ ড্রাম ও অপর ট্রাকে ২১ ড্রাম চোলাই মদ পাওয়া যায়।
শিক্ষার্থীরা বিটিসি নিউজকে জানান, প্রতি ড্রামে ২০০ লিটার করে মোট ৮ হাজার ২০০ লিটার মদ জব্দ করে সেনাবাহিনীকে জানানো হয়। পরে তারা আসেন।
এ বিষয়ে পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বিটিসি নিউজকে বলেন, ‘টহলরত সেনাবাহিনীকে শিক্ষার্থীরা জানালে সেনাসদস্যরা সেগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.