সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১

 

সিলেট ব্যুরো: আজ সোমবার  সকাল ১১টার দিকে সিলেটে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে স্বেচ্ছাসবক দলের মিছিল। এসময় মওদুদ আহমদ নামে জেলা স্বেচ্ছাসেবক দলেরর এক নেতাকে আটক করা হয়েছে।

সকাল ১১টার দিকে বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বন্দরবাজার রংমহল টাওয়ারের সামনে থেকে মিছিল বের করে স্বেচ্ছাসবক দল। মিছিলটি করিমউল্লাহ মার্কেটের সামনে আসলে পুলিশি বাধায় পড়ে। এসময় লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ব্যানার ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মওদুদকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বিটিসি ‍নিউজ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.