সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ৭৮টি ইউনিয়নে ৬ লাখ মানুষ পানিবন্দি

সিলেট ব্যুরো: সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে পানি না বাড়লেও জেলার ৭৮টি ইউনিয়নের ৬ লাখ মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন। ৫৭১ টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছে ৪ হাজার ৫৫৭ জন বন্যার্ত মানুষ।
সিলেট নগরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নগরের উপশহরসহ কয়েকটি এলাকার প্রধান সড়ক থেকে পানি নেমেছে। তবে সুবহানীঘাটসহ কয়েকটি এলাকার সড়কে এখনও পানি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিটিসি নিউজকে জানান, সিলেট নগরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। এ কারণে নগরের পানি কমছে। সিলেট সিটি করপোরেশনের ১৯টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছে ৫ শতাধিক মানুষ।
তাদের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.