সিলেটে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ ছাত্র নিহত

সিলেট ব্যুরোসিলেটে প্রতিপক্ষের লাঠির আঘাতে হোসাইন আহমদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত হোসাইন আহমদ পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে ও বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, শিশুদের ঝগড়ার জের ধরে হোসাইনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে একই এলাকার মুহিব আলীর ছেলে ঘাতক সুমন আহমদ (১৬)। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, হামলাকারী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.