সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষ সহ আটক-৬

সিলেট ব্যুরো: সিলেটে এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (এসি) তপন সরকারের নেতৃত্বে নগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় তাদের আটক করে ডিবি পুলিশ।
আটকরা হলেন, মো. আলেক মিয়া (৩৬), কবির আহমদ (২৯),রাহেল আহমদ (৩০), মো. রফিক মিয়া (৬৫), শারমিন রুনা (২৩), লিমা আক্তার (২৪)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিটিসি নিউজকে জানান, এসএমপি ডিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। হোটেলগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে। আটককৃত নিউ সুরমা হোটেলের আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.