সিলেটের এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি: সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে নওগাঁ জেলা ছাত্রদল। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের মুক্তির মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল নেতা কর্মীরা।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনর সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল হক, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আলম রোমিও, সাধারণ সম্পাদক মামুনুর বিন ইসলাম দোহা, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিও কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি,যুবদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও কলেজ, থানা ,পৌর ছাত্রদলের নেতা কর্মি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, ছাত্রলীগের কিছু কুলাঙ্গার এমসি কলেজ তথা সারা সিলেট বিভাগকে কলংকিত করেছে। কলেজ বন্ধ থাকার সুযোগে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে বিচারের মাধ্যমে নরপশু গুলোকে ফাঁসি দিতে হবে। না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এদের গণবিচার চাওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.