সিরিয়ায় আলেপ্পো শহরে ভবন ধসে প্রাণে বাঁচলো শুধু একটি শিশু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  গতকাল শনিবার  সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে চার শিশুসহ ১১ জন নিহত হয়েছে।  ধসে পড়া ভবনটি থেকে শুধু একটি শিশু রক্ষা পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সালাহেদ্দিন এলাকাটি ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকাকালে সেখানে হাজার হাজার বোমাবর্ষণ করেছিল সিরিয়া ও রাশিয়া।  বিদ্রোহীরা চলে যাওয়ার পর এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সরকারি বাহিনী।

এছাড়াও সেখানে পুনঃনির্মাণ এখনো তেমনভাবে শুরু না হওয়ায় স্থানীয় লোকজন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই আশ্রয় নিয়েছে। সালাহেদ্দিন এলাকার আরও বেশ কয়েকটি ভবন ধসে পড়ার ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন সিরিয়া কর্মকর্তারা।

২০১৭ সালে জাতিসংঘের  তথ্যমতে,  যুদ্ধে সিরিয়ায় ৩৫ হাজারেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.