সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নিহত-৯

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৪ জন।
ইদলিবের একটি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ওই এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট।
সংষ্থাটি বলছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় আকস্মিকভাবেই রাশিয়ার হামলার পরিমাণ বেড়েছে।
স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ওই পাহাড়ি অঞ্চলের পাঁচটি হামলা চালায়। এরপরই সবজির বাজারে বোমা ফেলে একটি সুখোই-থার্টি ফোর বিমান।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান রওনা হয়। এরপর জিসর আল-শুগ জেলার সবজির বাজার ও একটি গ্রামে হামলা চালায় বিমানগুলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.