সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) এ শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) ইরানের সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, নিহত ওই কমান্ডারের নাম সাইয়্যেদ রাজি মোসাভি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা এবং ইরান ও সিরিয়ার সামরিক জোটের সমন্বয়ক ছিলেন। দামেস্ক উপকণ্ঠে হামলায় তিনি নিহত হন।
আল মাদায়েন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাভির অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েলের ইহুদি প্রশাসন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে তিনি নিহত হন।
সিরিয়ার স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জায়নাবিয়াহ জেলার কাছাকাছি এলাকায় তার অবস্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
সোমবার সকালে স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের জায়নাবিয়াহ জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
মোসাভি ইরানের অন্যতম নেতা কাসেম সোলাইমানির একান্ত কাছের সঙ্গী ছিলেন। আইআরজিসির কুদস ফোর্সের সাবেক এ কমান্ডার ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন।
এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মোসাভির নিহতের তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এছাড়া শহীদ কাসেম সোলাইমানিরও একান্ত শিষ্য ছিলেন তিনি। মোসাভি সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের জন্য রসদ সহায়তার দায়িত্বেও ছিলেন।
এর আগেও একাধিকবার মোসাভিকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। তবে এবার তাদের সেই চেষ্টা সফল হয়েছে। ইরাক ও ইরান থেকে সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ নেটওয়ার্কে মোসাভি গুরুত্বপূর্ণ পালন করে আসছেন বলে অভিযোগ রয়েছে ইসরায়েলের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.