সিরিয়ায় আইআরজিসির উপদেষ্টা হত্যার প্রতিশোধ নেব : ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সামরিক উপদেষ্টা প্রাণ হারিয়েছেন।
এই তথ্য জানিয়ে আইআরজিসি এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। 
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মিলাদ হায়দারি নামে সিরিয়ায় কর্মরত আইআরজিসির এক সামরিক উপদেষ্টা দামেস্কের উপকণ্ঠে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অধিকৃত গোলান মালভূমির উত্তর দিক থেকে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি যুদ্ধবিমান প্রবেশ করে এবং দামেস্কের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় সিরিয়ায় হামলার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতার কঠোর নিন্দা জানানো হয়। (সূত্র: ইরনা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.