সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার জরুরি : কাতারের আমির

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ‘জরুরি ভিত্তিতে’ সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল বৃহস্পতিবার দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে কাতারের আমির এমন মন্তব্য করেছেন। কাতারের একটি আদালত একথা জানিয়েছে।
কাতারের আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক সফরকালে কাতারের আমির ‘দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থের’ সকল দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তৃত পরিসরে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়েছেন।’
এর আগে সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানান, শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। সিরিয়ায় সংবিধান নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি একটি অস্থায়ী আইন পরিষদের দায়িত্বে থাকবেন। তবে কতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। 
এ ছাড়া আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.