সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা প্রতিনিধি: টেস্ট ও ওয়ানডের সফল সমাপ্তির পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের প্রথম ম্যাচে ক্যারিবীয় ঝড়ে উড়ে গেছে সাকিব বাহিনী। তবে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয়টি জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এরই লক্ষ্যে বিকেলে মাঠে নামছে স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার  মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কোটরেল।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.