সিরিজ নির্ধারণী টেস্টে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এ ম্যাচে একাদশে ফিরছেন কিউই অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট।
তবে ইনজুরির কারণ ছিটকে গেছেন মিচেল স্যান্টনার। শঙ্কা রয়েছে কেইন উইলিয়ামসনকে নিয়েও। বার্মিংহামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
সপ্তাহ পেরোতেই ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণ। স্বভাবতই রোমাঞ্চ থাকার কথা কিউই শিবিরে, কিন্তু উল্টো ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে দেখা দিচ্ছে শঙ্কার কালো মেঘ।
নেই স্যান্টনার, নেই কাণ্ডারি, নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই জুজুর ভয়কে সঙ্গী করেই থ্রি লায়ন্সের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে মাঠে নামবে নিউজিল্যান্ড।

এর আগে রোমাঞ্চ ছড়িয়েও লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি হয়েছিল ড্র। সেই টেস্টে অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়ে ওই ম্যাচেও অতিথিদের তুরুপের তাস। লর্ডস টেস্টে খেলেননি কিউই গতি তারকা ট্রেন্ট বোল্ট। তাতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে।

টিম সাউদি-নেইল ওয়েগনার ও জেমিসনদের নিয়ে গড়া পেস আক্রমণ বোল্টের অভাবটা খুব একটা বুঝতে দেয়নি। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে একাদশে ফিরছেন বোল্ট।

নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট বলেন, ‘এই টেস্টটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়টি গুরুত্ব দিচ্ছি আমরা। চেষ্টা করব নিজের সেরা বোলিং উপহার দিতে। আমি শতভাগ প্রস্তুত।’

ইংলিশদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড, তাও পার হয়েছে ২২ বছর। দু’দলের এর আগের ৩৮ সিরিজের মোটে ৫টি জিতেছে ব্ল্যাকক্যাপস। তবে সর্বশেষ দুই সিরিজ জয়ের অনুপ্রেরণা থেকে রসদ খুঁজতে চাইবে নিউজিল্যান্ড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.