সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি শ্রীলঙ্কা

বিটিসি স্পোর্টস ডেস্ক: আজ শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টায় কেপটাউনে দিবা-রাত্রির এ ম্যাচটি শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। 

এর আগে, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। তবে সাফল্যের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে ধরে রাখতে ব্যর্থতার পরিচয় দেয় লঙ্কানরা। যেখানে স্বাগতিকদের কাছে ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি সফরকারীরা। পাঁচ ম্যাচ সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ।

এবার দক্ষিণ আফ্রিকার সামনে হোয়াইট ওয়াশের লক্ষ্য। যেখানে ধারাবাহিক জয়ে বেশ চাঙ্গা দলের ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচেই ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই দারুণ ছন্দে দক্ষিণ আফ্রিকার শিবির। তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ডু-প্লেসি-মিলার-স্টেইনরা।

এদিকে, বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন জেপি ডুমিনি। অন্যদিকে, শ্রীলঙ্কার জন্য ম্যাচটা অনেকটাই নিয়মরক্ষার। তারপরও দলগত পারফর্ম করে জয়ের প্রত্যয় হাতুরুসিংহের শিষ্যদের।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.