সিরাজগঞ্জ ৮৫৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০২ টি ঝুঁকি পূর্ণ।

সিরাজগঞ্জ প্রতিনিধি: জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, “৪০২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ভোটের সময় পুলিশের ৭৮টি মোবাইল টিম ও ১৬টি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।”

আর এ জেলায় নির্বাহী দায়িত্ব পালন করবেন ৩৭ জন ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার সিদ্দিকা বলেন, “সিরাজগঞ্জের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ঢাকা থেকে আসা ১৩ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

“আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন ৫১০ জন সেনাসদস্য, ১৭০ জন র‌্যাব, ৩৬০ জন বিজিবি, এক হাজার ৬৫১ জন পুলিশ সদস্য আর ১০ হাজার ১২৮ জন আনসার সদস্য। সেনাসদস্যের মধ্যে ১৫০ জন জেলা সদরে ক্যাম্পে রির্জাভ থাকবেন।”

কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে তিনি জানান।

র‌্যাব ১২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ রায়হান খালেক বলেন, ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত  ১৭০ জন র‌্যাব সদস্য সিরাজগঞ্জ জেলায় টহলের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.