সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে দ্বিতীয় বারের মতো এমপি হলেন আব্দুল মমিন মন্ডল!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে টানা দ্বিতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসকে ৪২৩৯ ভোটে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭৭ হাজার ৪২২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক নিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ৭৩ হাজার ১৮৩ ভোট। বেলকুচি সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোট গণনা শেষে তিনি এ ঘোষণা করেন।
এদিকে  মোট ৬ জন প্রার্থী মধ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) আল মামুন কাঁচি প্রতিকে ২ হাজার দুইশত ভোট, বিএনএমের আব্দুল হাকিম নোঙ্গর প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২১৩ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক পেয়েছেন গামছা প্রতিকে পেয়েছেন ১৩৩ ভোট। জাতীয় পার্টির ফজলুল হক ২৬৯ ভোট।
দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালোই ছিলো। সকাল ৮ থেকে ভোট শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.