সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি গায়েব, চার ঘন্টা বিলম্বে যাত্রা

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার (২২শে ফেব্রুয়ারী) প্রতিদিনের মত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ভোর ৬টায় ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটির চাবি হারানোয় সঠিক সময়ে ছাড়া সম্ভব হয়নি।
এতে বিপদে পড়েন যাত্রীরা। তবে দায়িত্বের প্রতি অবহেলা ও নানা অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
সর্বশেষ খবর অনুযায়ী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ৯টা ৪৫মিনিটে কড্ডা সদানন্দপুর শহীদ মনসুর আলী রেলষ্টেশন ক্রস করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.