সিরাজগঞ্জে ৩৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার সহ আটক-৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিক্রি করার সময় ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (০৭ এপ্রিল) বিকেলে হাটিকুমরুলে র‌্যাব-১২ হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান বিটিসি নিউজকে জানান, তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি চোরা বাজারে বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৩৫ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি, তিনটি চেকের পাতা, একটি স্ট্যাম্পসহ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৩ জন আটক করা হয়।
আটকরা হলেন: সাদেক হোসেন, গোলাম সাকলাইন ও রাম সরকার। এদের সকলের বাড়ি তাড়াশ উপজেলায়।
আটকদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.