জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে সরবরাহযোগ্য চাল গোপনে মজুত ও চড়া দামে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ১০ টন (প্রতি টনে এক হাজার কেজি) সরকারি চাল জব্দ এবং গুদাম মালিককে আটক করা হয়।
অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় পরিচালিত অপর অভিযানে ৬ টন (৬ হাজার কেজি) সরকারি চাল জব্দ এবং সাতজনকে আটক করা হয়।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু অসাধু ডিলার ও মিল মালিক মিলে সরকারি চাল কালোবাজারে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিটিসি নিউজকে বলেন, আটক ব্যক্তিদের নামে মামলা হয়েছে। তদের আদালতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জপ্রতিনিধি মো: সুলতান হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.