সিরাজগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ওই কিশোরের বাড়িতে শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে যার কারণে মাঝেমধ্যেই আমার শিশুটি সেখানে যায়। সেখানে শিশুদের দেখাশোনা করেন তার মা। সেই সুবাদে ৯ মার্চ (রোববার) সকাল ১০টার দিকে আমার মেয়ে ওই বাড়িতে যায়। এ সময় বাড়িতে মা-বাবা না থাকার সুযোগে ওই কিশোর আমার মেয়েকে ধর্ষণ করে। পরে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ি এসে ওর মাকে সব জানায়।
তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়া হয়। এতে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় এখনও মামলা হয়নি। তারপরও অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই সে পলাতক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.