সিরাজগঞ্জে সব রেকড অতিক্রম সর্বোচ্চ আক্রান্ত ১১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গত ২৪ঘন্টায় ২৭৩জনের নমুনা পরীক্ষা করে জেলায় সর্বোচ্চ ১১৯জনের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাসের) সংক্রমণ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ৪৩.৫৯%।
এই ১১৯জন সহ জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাসে) সনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪হাজার ৬০৮জনে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক বিটিসি নিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, নতুন সনাক্ত ১১৯জনের মধ্যে সদরে ৬৫জন, বেলকুচিতে ৪জন, উল্লাপাড়ায় ১০জন, রায়গঞ্জে ১৩জন, কামারখন্দে ১০জন, কাজিপুরে ১১জন, তাড়াশে ৪জন ও চৌহালীতে ২জন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিটিসি নিউজকে জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১৯জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এপর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪হাজার ৬০৮জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৮জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.