সিরাজগঞ্জে সবজির বস্তায় বুপ্রেনরফিন ইনজেকশন, বাবা-মেয়ে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শহরের রহমতগঞ্জে অভিযান চালিয়ে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার হয়েছে র‌্যাব। অভিনব কায়দায় সবজির বস্তায় ওই ইনজেকশন নিয়ে যাচ্ছিলেন তারা।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরের দিকে কাঠেরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের আকবর আলী (৬৩) এবং তার মেয়ে সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১)।
র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম বিটিসি নিউজকে জানান, বৃহস্পতিবার ভোররাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরজাগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি টিম। তখন অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.