সিরাজগঞ্জে রিভলবারসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রিভলবারসহ বেলাল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।  আজ বুধবার দিবাগত রাতে র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউপির জারিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। 

আটক বেলাল হোসেন জারিলা গ্রামের আশরাফ আলীর ছেলে।

র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী খলিলুর রহমান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জারিলা বাজারস্থ জনৈক ফরিদুল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় বেলাল হোসেনকে একটি রিভলবার ও একটি মোবাইল সেটসহ আটক করা হয়।

পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার বেলাল হোসেনের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.