সিরাজগঞ্জে ‘রাতেই ব্যালটে সিল’, একটি কেন্দ্রে ভোট স্থগিত, প্রিসাইডিং অফিসারসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: গতকাল শনিবার ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এ সময় অনৈতিক কাজে সহযোগিতা করায় প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারি প্রিজাইডিং অফিসার আব্দুল আলীম ও বেলাল হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বহিী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন বিটিসি নিউজকে জানান, ভোটের আগের রাতে অৗনতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বার বার চাপ প্রয়োগ করা হয়। এ অবস্থায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব না বলে তার কাছে অভিযোগ করেন প্রিজাইডিং অফিসার। পরে রাতেই তিনি এবং নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ উল্লেখিত কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। অনৈতিক কাজে সহোযোগিতার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.