সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৮৭৭ বস্তা ভিজিডি’র চাল উদ্ধার, আটক ২ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরের দিকে সিরাজগঞ্জ উপজেলার পৌর এলাকার মিরপুর মহল্লার এস এস ট্রেডার্সের গোডাউনে প্রশাসন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৮৭৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মিরপুর কবরস্থান রোড এলাকার আবু সিদ্দিকী ও একই এলাকার আব্দুস ছালাম।

সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বিটিসি নিউজকে জানান, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিডি’র চাল কালোবাজারে বিক্রির জন্য গোডাউনজাত করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে র‌্যাব ও পুলিশসহ যৌথ অভিযান চালানো হয়।

এ সময় ৮৭৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আবু সিদ্দিকী ও সালামকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে প্রচলিত আইনে মামলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.