সিরাজগঞ্জে নতুন করোনা ভাইরাসে সংক্রামিত ১১৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২৮৫ জনের করোনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৭০ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে ৩১ জন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায় আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে জেলায় ২৮৫ জনের করোনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৬০, রায়গঞ্জে ১৪, শাহজাদপুর ৭, কাজিপুরে ১৮, কামারখন্দে ৩, উল্লাপাড়ায় ১১ ও বেলকুচি ৩ জন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০ জনে। ইতোমধ্যেই সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৭শ ৪ জন।
তিনি আরও জানান, করোনা সংক্রামনরোধে সরকার ঘোষিত যে লকডাউন চলছে তা সবাইকে মানতে হবে। মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.