সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে এক নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া শাহজাহানপুর ঘাটিনার ব্রিজে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে এক রহিমা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিমা চরপাড়া এলাকার এরশাদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানপুর ঘাটিনার ব্রিজ এর উপর দিয়ে ট্রেন যায়। আর ওই রেললাইনের ওপর দিয়ে রহিমা বেগম হেটে নদী পার হচ্ছিল। এসময় পিছন দিক থেকে আসা খুলনাগামী আন্ত:নগর এক্সপ্রেস সুন্দবন ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে করতোয়া নদীতে পড়ে যায়।

স্থানীয় তাকে উদ্ধার করতে ব্যার্থ হলে সরকারি হেলপ সার্ভিস ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরী টিমকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার নরুন্নবীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উল্লাপাড়া স্টেশনের স্টেশন অফিসার এর পরিচালনায় ডুবুরী জুয়েল রানা রহিমাকে উদ্ধার করে। পরে তার লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল্ ফাত্তা সামাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.