সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গরুর গুঁতায় নৌকা থেকে নদীতে পড়ে ডুবে যাওয়া গরু ব্যবসায়ি নজরুল ইসলামের (৪৫) মৃতদেহের সন্ধান মিলেছে।
গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারী) দিবাগতরাত ১০টায় তার মৃত দেহ ঘটনা স্থলেই নদীর তীরে ভেসে উঠে। স্থানীয়দের নজরে আসলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃত দেহ উদ্ধার করে।
গত শুক্রবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া নৌ-ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র। বর্তমানে ১৯ বছর ধরে নজরুল স্ত্রী, ছেলে, মেয়ে সহ কাজিপুরের চরনাটিপাড়া গ্রামে বসবাস করছেন।
জানা যায়, ২৩-২৫ জন গরু ব্যবসায়ি গরু নিয়ে আব্দুস সবুরের নৌকায় উঠেন। নৌকা নিশ্চিন্তপুর জিআরডিবি এলাকায় গেলে গরুর গুঁতায় ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে নদীতে জাল নামিয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া মেলেনি। নাটুয়ারপাড়া ইউনিয়নের জহুরুল ইসলামের সাথে পারিশ্রমিকে গরু কেনা-বেচা করতেন তিনি।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, খবর পেয়ে রাতেই ব্যবসায়ির মৃত দেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.