সিরাজগঞ্জে ক্রেতা সেজে ফার্মেসীর অনিয়ম ধরলেন ভোক্তা অধিকার কর্মকর্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ফার্মেসীতে অভিযান চালিয়ে কয়েক হাজার মেয়াদোত্তীর্ণ সিভিট ওষুধ উদ্ধার ও ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার (২৫ জুলাই) দুপুরে জেলা শহরের আল মদিনা ফার্মেসীতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার ও জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ রনি বিটিসি নিউজকে জানান, মদিনা ফার্মেসীতে সিভিটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ ট্যাগ কেটে মেয়াদহীন ওষুধ বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে ওই ফার্মেসীতে ক্রেতা সেজে ওষুধ কিনতে গেলে অভিযোগে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ফার্মেসীর মেয়াদোত্তীর্ণ ২০০ সিভিটের প্যাকেটে থাকা কয়েক হাজার ওষুধ উদ্ধার করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ফার্মেসীর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.