সিরাজগঞ্জে কাজিপুড়ে ৫ বৎসর শিশুকে বলাৎকার

সিরাজগঞ্জ প্রতিনিধি: গতকাল রবিবার (০৮ নভেম্বর) রাত ১০ টা দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কসাইপাড়া গ্রামে পাঁচ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের করেছে প্রতিবেশী এক কিশোর। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে  প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ রাতেই অভিযুক্ত কিশোর সালাউদ্দিন সারিক (১৪) কে আটক করেছে। সে একই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। রাতে ওই শিশুর পিতা বোরহান উদ্দিন কসাই বাদী হয়ে থানায় মামলা করেছে।

মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে খেলতে যাবার কথা বলে ওই শিশুকে বাড়ি থেকে নিয়ে যায় সারিক। এরপর নিজ ঘরে ওই শিশুকে বলাৎকার করে। এসময় ওই শিশুর চীৎকারে লোকজন এগিয়ে আসলে সারিক পালিয়ে যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ‘ মামলার একমাত্র আসামী সারিককে আটক করে আজ সোমবার সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.