সিরাজগঞ্জে এনএটি-২ প্রকল্পের এআইএফ-২ অনুদান প্রাপ্ত ২টি পিকআপ ভ্যান ২টি সিআইজির মাঝে হস্তান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ”–এ শ্লোগান ধারন করে –২০২০-২১ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম ফেজ -। প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় সিআইজি মৎস্যচাষীদের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড -(AIF-2) অনুদান উপ-প্রকল্পের পিক-আপ ভ্যান–২টি ও চাবি সিআইজিদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
আজ রোববার (১১ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, উক্ত পিক- ভ্যান ২টি বিতরনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী,সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ২টি সিআইজির সভাপতি সেক্রেটারি সহ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.