সিরাজগঞ্জপ্রতিনিধি: আমার মাটি আমার দায় গাছ রোপনে বাঁচা যায়। এসো গাছ লাগাই সুস্থ সমাজ সুস্থ দেশ সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে এক পরিবেশ প্রেমিক সবুজ মানব মোঃ শহিদুল ইসলাম দেখা মিলেছে সিরাজগঞ্জে।
যার নেশা গাছ লাগানো, গাছ বিতরণ করা।
রাস্তার পাশে বৃক্ষরোপণ পথচারী, স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা তার স্বভাবে পরিণত হয়েছে।
যখন বাংলাদেশে সর্বত্র গাছ নিধন বন উজাড় করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তখন তিনি সিরাজগঞ্জের আনাচে-কানাচে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করে যাচ্ছে।
শহিদুল ইসলাম চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর মাঝে বিভিন্ন ফলজ জাতের চারা গাছ বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, তিনি ২০১৭ সাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে তিন হাজারের অধিক বিভিন্ন ফলজ ও দুই হাজারের অধিক তাল বীজ রোপন করেছে। ২০২৫ এর মধ্যে আরো তিন হাজার অধিক তাল বীজ ও এক হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জপ্রতিনিধি মো: সুলতান হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.