সিরাজগঞ্জের মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসামি নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। টাকা-পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোরে ধারালো ছুড়ি দিয়ে মা রশিদা খানমকে গলাকেটে হত্যা করে। পরে এ ঘটনায় আসামির আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানার মামলা দায়ের করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর আসামি নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামি নাহিদকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.