BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল বিপুল পরিমাণ ভোজ্যতেল

সিদ্ধিরগঞ্জে পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল বিপুল পরিমাণ ভোজ্যতেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ শিমরাইল কাঁচপুর ব্রিজ এলাকায় জাহাজ থেকে ভোজ্যতেল আনলোড করার সময় একটি সরবরাহ পাইপ ফেটে যাওয়ায় বিপুল পরিমাণ সয়াবিন তেল রাস্তায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং তেল সংগ্রহ করতে আশপাশের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজ সংলগ্ন নদীতে নোঙর করা একটি তেলবাহী জাহাজ থেকে পাইপের মাধ্যমে ভোজ্যতেল ট্যাঙ্কারে তোলা হচ্ছিল। হঠাৎ পাইপ ফেটে গেলে মুহূর্তের মধ্যে রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

পরিস্থিতি দেখে স্থানীয়রা বালতি, ড্রাম ও বিভিন্ন পাত্র নিয়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতিও দেখা দেয়। পরে সরবরাহ লাইন বন্ধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাস উদ্দিন জানান, পাইপ ফেটে যাওয়ায় ভোজ্যতেল রাস্তায় ছড়িয়ে গেছে। অনেকেই প্রথমে একে জ্বালানি তেল ভেবে আতঙ্কিত হন, তবে কোনো বিস্ফোরণ বা বিপজ্জনক ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট কোম্পানির এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান যে দুর্ঘটনায় কত তেল নষ্ট হয়েছে তা এখনও হিসাব করা হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ